MCJ NEWS

কুবিতে প্রথমবারের মতো প্রত্নতত্ত্ববিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রত্নতত্ত্ববিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে শনিবার (১৭ মে) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের জায়গা নয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ কাজ হয়—জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান ছড়িয়ে দেওয়া। এই সম্মেলনের মাধ্যমে উভয় কাজই হচ্ছে, যা উপকৃত করবে আমাদের শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে।’

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম বলেন, ‘ইতিহাসচর্চার ক্ষেত্রটি বহুমাত্রিক। আমি মনে করি, ইতিহাসকে বিভিন্ন স্তরে ভাগ করলে সর্বোচ্চ স্তরটি দখল করে আছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বই ইতিহাসের মূলকে খণ্ডিত করে বিশ্লেষণ করে।’

সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে বলে আয়োজকেরা জানান।

/মারুফ

শেয়ার করুন -