MCJ NEWS

আইন-রসায়নের শিরোপা যুদ্ধ আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫ সালের ফাইনালে মুখোমুখি হচ্ছে আইন ও রসায়ন বিভাগ। ২৭ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। দুই দলের সামনেই সহজ সমীকরণ, জিতলেই শিরোপা।

সেমিফাইনালে যথাক্রমে বাংলা ও অর্থনীতি বিভাগকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় রসায়ন ও আইন বিভাগ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাকে হারিয়ে ৮ উইকেটে জয় পায় অর্থনীতি বিভাগ ।

ফাইনাল ম্যাচ নিয়ে আইন বিভাগের খেলোয়াড় আতিক রহমান বলেন, ‘ আমাদের প্রতিপক্ষ রসায়ন বিভাগ। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের প্রতিটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে শৃঙ্খলা বজায় ছিল।মাঝেমধ্যে বৃষ্টির বাধা থাকলেও আয়োজক কমিটির দক্ষতায় টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যা প্রশংসনীয়। আমরা শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলেছি, ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। এখন একটাই প্রত্যাশা, ফাইনালে আমাদের সেরা খেলাটা উপহার দিয়ে শিরোপা জয় করা।’

রসায়ন বিভাগের খেলোয়াড় সাব্বির আহমেদ বলেন,ক্রিকেট খেলায় আলাদা আনন্দ অনুভব করি। তাই বিশ্ববিদ্যালয় জীবনের শেষ সময়ে এসেও মাঠে খেলাধুলা করে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছি। আমাদের রসায়ন টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের অনবদ্য চেষ্টায় আমরা আজ ফাইনালে উঠেছি। আশা করি, ফাইনালেও ভালো খেলব। প্রশাসন ও ক্রীড়া কমিটির প্রতি প্রত্যাশা—তারা যেন আমাদের একটি সুন্দর ফাইনাল উপহার দেন।’

আইন বিভাগের আরেক খেলোয়াড় মুস্তাক বলেন, প্রথম রাউন্ড থেকেই আমরা প্রতিটি ম্যাচে জয় পেয়েছি। প্রতিপক্ষগুলো খুবই শক্তিশালী ছিল। এবার রসায়নের বিপক্ষে ফাইনালেও নামছি আত্মবিশ্বাস নিয়ে। আমাদের লক্ষ্য সেরাটা দেওয়া এবং দলকে ট্রফি এনে দেওয়া।’

এবারের টুর্নামেন্ট সম্পর্কে শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, ‘বৃষ্টি ও ঝড়ের মাঝেও আমরা প্রতিটি ম্যাচ সফলভাবে সম্পন্ন করেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি ফাইনাল ম্যাচেও একই সহযোগিতা পাবো।’

উল্লেখ্য, ১৯টি বিভাগের অংশগ্রহণে চলতি মাসের ৭ তারিখে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট।

/সাঈদ আহমেদ রিফাত

শেয়ার করুন -