MCJ NEWS

কুবিতে ‘ফিল্ম সোসাইটি’র যাত্রা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘কুবি ফিল্ম সোসাইটি’। মঙ্গলবার (২৭ মে) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে সংগঠনটির প্রথম কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য, অতিথি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাইজুল ইসলাম ও মন্দিরা দাস। এছাড়া ফারদিন কাদেরকে পরিচালক, মুনিয়া আফরোজকে সহকারী পরিচালক, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, নাইমুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপেন্দ্র সরকারকে কোষাধ্যক্ষ করে মোট ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

পরিচালক ফারদিন কাদের এমসিজে নিউজকে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির ঘোষণাপর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য এমন একটি মঞ্চ তৈরি করা, যেখানে চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্পচর্চার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এই জগতে সম্পৃক্ত করতে চাই। পাশাপাশি কুবি ফিল্ম সোসাইটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরার চেষ্টা থাকবে। এই যাত্রায় আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা কামনা করি।’

ড. সোহরাব উদ্দিন বলেন, ‘চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। দীর্ঘদিনের ভাবনার পর আজকের এই উদ্যোগ বাস্তবায়ন হলো। আশা করি, এই সংগঠন ইতিবাচক মননচর্চার জগৎ তৈরি করবে।’

/সাজিদুর রহমান

শেয়ার করুন -