কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫-এ রসায়ন বিভাগকে ১৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। তৃতীয় স্থান অর্জন করেছে অর্থনীতি বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ। ফাইনালে ম্যাচসেরা হয়েছেন একই বিভাগের আবু নূরে মুস্তাক।
আইন বিভাগের শাকিল মির্জা ২১৭ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন বাংলা বিভাগের আকরাম হোসেন।
ফাইনালের সেরা আবু নূরে মুস্তাক বলেন, ‘প্লেয়ার অব দ্য ফাইনাল হওয়ার চেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। দলের সবাই আমাকে যেভাবে সমর্থন দিয়েছে, এই পুরস্কার আসলে পুরো টিমের প্রাপ্য।’
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শাকিল মির্জা বলেন, এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে দলকে চ্যাম্পিয়ন করতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট, তবে দলগত সাফল্যই সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এমন পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবো।’
সেরা বোলার আকরাম হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, টুর্নামেন্টে বেস্ট বোলার নির্বাচিত হওয়াটা আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। যদিও আমার টিম সেমিফাইনালেই বিদায় নিয়েছে এবং আমি ফাইনাল খেলতে পারিনি, তারপরও ব্যক্তিগত এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করবে।’
পুরো টুর্নামেন্টে সেরা হৃদয় আহমেদ বলেন, এই টুর্নামেন্টে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়াটা নিঃসন্দেহে আমার জন্য দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারাটা অবশ্যই আনন্দের, তবে সবচেয়ে বড় বিষয় হলো—দলকে চ্যাম্পিয়ন করতে পারা। এটা সম্ভব হয়েছে আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টায়। আমি কৃতজ্ঞ আমার সতীর্থদের প্রতি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরার চেষ্টা করবো, যেন দলকে আরও সাফল্য এনে দিতে পারি।’
/সাজিদুর রহমান