কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন’। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফডব্লিউএবি) যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন হবে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে।
বুধবার (২৮ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা এবং মশিউর রহমান। এছাড়া অংশ নেবেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ, সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়ার নির্বাহী পরিচালক প্লাবন তারিক, দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, চ্যানেল ২৪-এর এসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার এবং আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন।
এফডব্লিউএবি’র ফাউন্ডিং চেয়ারম্যান এবং কুবির প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, ‘২০১৭ সালে আমরা ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অলটারনেটিভে প্রথম ফিচার লেখক সম্মেলনের আয়োজন করি। সাংবাদিকতায় ফিচার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মিডিয়ায় যারা ফিচার লেখেন, তাদের আলাদা মূল্যায়ন থাকে। কিন্তু বাংলাদেশে ফিচার লেখার আলাদা চর্চা নেই; মানুষ নিউজ, ফিচার এক করে ফেলে। অথচ স্টোরি, ফিচার এবং রিসার্চ এই তিনটির মধ্যে একটা মেলবন্ধন আছে।আমাদের মূল লক্ষ্য হলো এমন ফিচার লেখক তৈরি করা, যারা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সমাজের রূপান্তরের গল্প তুলে ধরতে সক্ষম।’
তিনি আরও বলেন, ‘এবারের আয়োজনটি কিছুটা ব্যতিক্রমী। শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বাইরের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষও এতে অংশ নিয়েছেন, যা এক বৈচিত্র্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে। আমরা চাই, এই আয়োজনটি নিয়মিতভাবে চালু থাকুক।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘ফিচার এক প্রকার সফট নিউজ, একটা নন-ফিকশনাল রাইটিং। বাস্তব ঘটনাকে একটু সুন্দর করে, সুন্দর শব্দচয়ন করে, মানুষের হৃদয় স্পর্শ করে যে কথাটা বলা হয়, সেটাই ফিচার। ফিচারের মাধ্যমে ডেপথ ধারণা পাওয়া যায়। আমরা সাংবাদিকতা বিভাগ থেকে সাংবাদিক প্রডিউস করি, কিন্তু আমরা ফিচারে অভিজ্ঞ, দক্ষ জনবল তৈরি করতে পারছি না। এই জায়গা থেকে চেয়েছি, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যেন ভালো ফিচার লেখক তৈরি হয়।’
আয়োজকরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১৩০ জন শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের প্রত্যাশা, এই সম্মেলন তরুণ লেখকদের অনুপ্রাণিত করবে এবং দেশে ফিচার সাংবাদিকতার একটি শক্তিশালী ধারা গড়ে উঠবে।
/আদনান আলম