MCJ NEWS

কুবিতে ফিচার লেখকদের মিলনমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন-২০২৫’। বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফডব্লিউএবি) সম্মিলিতভাবে আয়োজন করে এই সম্মেলনের।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১২০ জন শিক্ষার্থী। সকাল ৯টায় জাতীয় সংগীত ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। দিনজুড়ে চলা ছয়টি সেশনে ফিচার লেখার কৌশল, ভাষাশৈলী ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান এবং সম্মেলনের আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ‘ফিচার হলো নন-ফিকশন রচনার অন্যতম রূপ, যেখানে সত্য ঘটনাকে শব্দের কারিগরিতে উপস্থাপন করা হয়।যারা ফিচার রাইটিংয়ে বড় বড় পুরস্কার পেয়েছেন, তাঁদের প্রায় সবাই ছিলেন প্রতিষ্ঠিত সাংবাদিক। ফিচার হলো কোনো বিষয়কে সাবলীলভাবে, সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে বিষয়টি মানুষের হৃদয়ে গেঁথে থাকে। ফিচার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এবং আলোচনা করার জন্যই আমাদের এই আয়োজন।’

সম্মেলনের বিভিন্ন সেশনে আলোচক হিসেবে অংশ নেন আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার, চ্যানেল ২৪-এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, সেন্টার ফর অ্যাডভান্সড মিডিয়া এডুকেশনের নির্বাহী পরিচালক প্লাবন তারিক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা।

তাঁদের আলোচনায় উঠে আসে অনুসন্ধানী ফিচারের প্রাথমিক ধাপ, আন্তর্জাতিক লেখক হওয়ার প্রস্তুতি, টিভি সাংবাদিকতায় ফিচারের ব্যবহার, ভাষার কাব্যিকতা, লিঙ্গীয় দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ফিচার রচনার বিষয়াদি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় এবং গণমাধ্যম একে অপরের প্রাকৃতিক অংশীদার। আমরা মনে করি, জ্ঞানের প্রকৃত মূল্য তখনই হয়, যখন তা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজে ছড়িয়ে পড়ে। আমাদের সমাজ ও জাতির জন্য একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি বা পরিচয় গড়ে তোলা জরুরি। আমরা আর এই পরিচয় সংকটে ভুগতে চাই না।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজনীতিবিদরা তাঁদের মতো করে কাজ করছেন, কিন্তু পরিচয় নির্মাণের দায়িত্ব বর্তায় আপনাদের ফিচার সাংবাদিকদের ও আমাদের মতো শিক্ষকদের ওপর। আমি প্রত্যাশা করি, এই ধরনের সম্মেলনের এখানেই যেন পরিসমাপ্তি না ঘটে। ভবিষ্যতেও যেন চলমান থাকে এমন আয়োজনের।’

সম্মেলনে সভাপতিত্ব করেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ। তিনি বলেন, ‘আমরা চাই, একটি বলিষ্ঠ ফিচার লেখক কমিউনিটি গড়ে উঠুক, যারা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সমাজের পরিবর্তনের গল্প তুলে ধরবে।’

সম্মেলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও উপহারসামগ্রী। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

/ আদনান আলম

শেয়ার করুন -