পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (১ জুন) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ২১ জুন (শনিবার) পর্যন্ত। তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ১৮ জুন (বুধবার) থেকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এমসিজে নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ জুন (বৃহস্পতিবার) অ্যাকাডেমিক ছুটি শেষ হলেও ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২২ জুন (রোববার) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।
ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীরা হল অফিসে নাম লিপিবদ্ধ করে অবস্থান করতে পারবেন। তবে এই সময় হলের প্রশাসনিক কার্যক্রম, অন্যান্য সুবিধা ও ডাইনিং সেবা বন্ধ থাকবে।
/আদনান আলম