MCJ NEWS

সরকারি ভবনে বাধ্যতামূলক সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

সরকারি ভবনের ছাদে বাধ্যতামূলকভাবে সোলার প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৬ জুন রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ নিয়ে আয়োজিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে। সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারত ও পাকিস্তান যেখানে যথাক্রমে ২৪% ও ১৭.১৬% এগিয়ে, সেখানে বাংলাদেশে এই হার মাত্র ৫.৬%।

নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে ২০৩০ সালের মধ্যে ২০% ও ২০৪০ সালের মধ্যে ৩০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার দেওয়া হলেও বাস্তবায়নে সময় লাগবে ২০২৮ সাল পর্যন্ত।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ভবনের ছাদ বেসরকারি উদ্যোক্তাদের ব্যবহারের জন্য উন্মুক্ত করলে প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে তারা, আর প্রতিষ্ঠানগুলো পাবে ভাড়ার আয়। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে এই কর্মসূচি চালু হলে বিদ্যুৎ বিলের ঝামেলা থাকবে না।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/হাসিন আরমান

শেয়ার করুন -