MCJ NEWS

কুবি এমসিজে কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে ইমরান-নোমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের সহশিক্ষা সংগঠন ‘কমিউনিকেশন ক্লাব’-এর তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের ৫০১ নম্বর রুমে চলে ভোটগ্রহণ। সর্বমোট ভোটগ্রহণের হার ছিল প্রায় ৭৮ শতাংশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৫তম ব্যাচের আব্দুল্লাহ আল নোমান।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে ফরহাদ মিয়া কাউসার, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মো. আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মো. তাসনিম ফেরদৌস রিফাত, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মনিরা আক্তার শিলা এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে আসিফ মাহমুদ।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ, সামিউল ইসলাম সজিব এবং প্রীতম কান্তি গোপ।

নির্বাচনকে কেন্দ্র করে বিভাগজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট শেষে বিভাগের শিক্ষার্থী মো. রেজানুর রহমান আয়াত বলেন, “গণতান্ত্রিকভাবে এমন একটি নির্বাচনে অংশ নিতে পেরে ভালো লাগছে। আমরা সবাই মিলে ভোট দিয়েছি—এটাই সবচেয়ে বড় আনন্দ।”

নবনির্বাচিত সহ-সভাপতি ইমরান হোসেন বলেন, “বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাবের জন্য আরও ফলপ্রসূ কাজ করতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের পরামর্শে একটি সক্রিয় ও প্রাণবন্ত কমিটি উপহার দিতে চাই।”

নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “এটি কমিউনিকেশন ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। ক্লাব নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্র, নেতৃত্ব এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চা করছে—যা বাস্তবজীবনেও কাজে লাগবে।”

উল্লেখ্য, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর ক্লাবের দায়িত্ব পালন করবে।

আআ/রহমত

শেয়ার করুন -