MCJ NEWS

স্বপ্ন আর সম্ভাবনায় শুরু কুবির নতুন শিক্ষাবর্ষ

নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। আজ মঙ্গলবার (১ জুলাই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে।

সকালে বিভাগের ওরিয়েন্টেশন কার্যক্রমে যোগ দেন নবীন শিক্ষার্থীরা। চোখে-মুখে নতুন স্বপ্ন আর কৌতূহল নিয়ে তাদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ মিনার, মুক্তমঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে ক্যাম্পাসের চায়ের দোকান—সব জায়গায়ই ছিল তাদের প্রাণবন্ত উপস্থিতি।

পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী তাসফিয়া আক্তার বলেন, ‘পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে আমি খুবই আনন্দিত, কারণ এটি আমার পছন্দের বিষয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, চারপাশের সবুজ গাছপালা ও মনোরম প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে।’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবীন শিক্ষার্থী মো. ইমতিয়াজ হোসেন আলিফ নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অরিয়েন্টেশনে অংশ নিয়ে খুবই ভালো লাগছে। সিনিয়ররা অনেক ফ্রেন্ডলি ছিলেন, আন্তরিকভাবে আমাদের স্বাগত জানিয়েছেন। শিক্ষকদের বক্তব্যও অনেক অনুপ্রেরণাদায়ক ছিল।’

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ৫১টি আসন খালি রেখেই শুরু হয়েছে ক্লাস কার্যক্রম। তবে নবীনদের উচ্ছ্বাস আর আগমনে ইতোমধ্যেই প্রাণ ফিরে পেয়েছে পুরো ক্যাম্পাস।

/রহমত

শেয়ার করুন -