MCJ NEWS

কুবিতে ‘TEDxCoU 2025’ থাকছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান-সহ আরও যারা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন টেড-এক্স কুমিল্লা ইউনিভার্সিটি। আগামী ১৯ জুলাই (শনিবার) কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে “দ্য নেক্সট ওয়েভ’, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে উদ্ভাবন, পরিবর্তন এবং তরুণদের নতুন চিন্তা-ভাবনার শক্তিকে। আয়োজনে থিম হিসেবে ব্যবহার করা হয়েছে কুবির নীল বাস, প্রধান ফটক, ওয়াচ টাওয়ার, ওয়েভ গ্রাফিক্স এবং ময়নামতির স্তূপকাটা নকশা—যা কুবির ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে।

টেড-এক্স ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে সম্মেলনের টিকিট সংগ্রহ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১০ জুলাই ২০২৫-এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টেড-এক্স বুথে সরাসরি গিয়ে কিংবা TEDxComilla University-এর অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এই সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, সহ অন্যান্যরা। আয়োজকদের একজন, হুরে জান্নাত অনন্যা বলেন, ‘অনেক সময় পরিবর্তনের সূচনা হয় একটি প্রশ্ন, একটিমাত্র সাহসী উচ্চারণ বা নতুন কোনো ভাবনা থেকে। এখন তরুণরাই সেই পরিবর্তনের ঢেউ তুলছে ভেঙে দিচ্ছে পুরনো চিন্তার সীমানারেখা।’

উল্লেখ্য, টেড একটি আন্তর্জাতিক অলাভজনক মিডিয়া সংস্থা, যা বিশ্বজুড়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাঁদের চিন্তা, অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণা শেয়ার করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

মাশে/রহমত, রিফাত

শেয়ার করুন -