MCJ NEWS

কুবিতে প্রথমবারের মতো ‘ওয়ান টু ওয়ান’ লার্নিং সেশন  

আগামী শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথমবারের মতো ‘ওয়ান টু ওয়ান’ লার্নিং সেশন আয়োজন করতে যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের প্রেস হেড মারিয়াম আক্তার শিল্পী।

এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের নিজস্ব দুর্বলতা ও দক্ষতা সরাসরি প্রশিক্ষকদের সাথে আলোচনা করতে পারবেন। ব্যক্তিগত পর্যায়ে পরামর্শ ও নির্দেশনার মাধ্যমে তারা নিজেদের প্রকাশ ক্ষমতা, উপস্থাপনা কৌশল এবং আত্মবিশ্বাসের ঘাটতি দূর করতে সক্ষম হবেন। এছাড়াও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য অপরিহার্য দক্ষতাগুলো অর্জনে সহায়ক হবে এই সেশনটি।

ক্লাবের সাধারণ সম্পাদক হাসিন মাহতাব মাহিন বলেন, “আমরা প্রচলিত ক্লাব কার্যক্রমের বাইরে গিয়ে শিক্ষার্থীদেরকে প্রকৃত অর্থে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই ওয়ান টু ওয়ান লার্নিং সেশন চালু করেছি। এই সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে সক্ষম হবে এবং প্রকৃত অর্থেই দক্ষ হয়ে উঠবে, যা স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, স্পিকআপ নামে এই সেশনে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে হোস্টিং, পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন বিষয়ে প্রত্যক্ষ প্রশিক্ষণ প্রদান করা হবে।

/মারুফ

শেয়ার করুন -