MCJ NEWS

কুবিতে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন ‘বিহাইন্ড দ্য বাইলাইন’। ক্যাম্পেইনের আয়োজনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ক্রিয়েটিভ কমিউনিকেশন প্ল্যাটফর্ম কানেক্ট পিআর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কানেক্ট পিআর জানায়, ‘মানসিক স্বাস্থ্যেরও একটি শিরোনাম প্রয়োজন’ প্রতিপাদ্যে শুরু হওয়া এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা তৈরি, প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা এবং পেশাগত ঝুঁকির মানসিক প্রভাব সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা।

ক্যাম্পেইনের আওতায় অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলছে বিভিন্ন কার্যক্রম। অনলাইনে সাংবাদিকতা সংশ্লিষ্ট শিক্ষকদের ভিডিও বার্তা ও অভিজ্ঞতা ভিত্তিক লেখা প্রকাশ করা হচ্ছে। আর অফলাইনে চালানো হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টারিং, লিফলেট বিতরণ এবং সচেতনতা সেশনের মতো কার্যক্রম।

কানেক্ট পিআর-এর সদস্য তারিন সুমাইয়া বলেন, “সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় নানা ধরনের মানসিক চাপে থাকেন। যেমন: সহিংসতা, যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ কিংবা ব্যক্তিগত ট্র্যাজেডির মতো ঘটনাসমূহ। এই অভিজ্ঞতাগুলো তাদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। এসব নিয়েও যেন সমাজে আলোচনা হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, সাংবাদিকতার এমন অভিজ্ঞতা যাদের রয়েছে, তাদেরকে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গল্প শেয়ার করতে এবং #BehindTheByline হ্যাশট্যাগ ব্যবহারের আহ্বান জানিয়েছে কানেক্ট পিআর।

/মারুফ

শেয়ার করুন -