দীর্ঘ ১৭ দিনের সংস্কার শেষে আগামীকাল (৯ জুলাই) পুনরায় চালু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। আধুনিক রূপ ও পরিবেশবান্ধব সাজে শিক্ষার্থীদের সামনে হাজির হচ্ছে ক্যাম্পাসের অন্যতম জনপ্রিয় এই স্থানটি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে ক্যাফেটেরিয়ায় যুক্ত হয়েছে ৪১টি ফ্যান, নতুন চেয়ার-টেবিল ও খাবার গরম রাখার বাণিজ্যিক ওভেন। নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে পৃথক একটি ‘ফিমেল কর্নার’। মেরামত করা হয়েছে বেসিন, পানির কল ও ওয়াশরুম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর ক্যাফেটেরিয়াটি আধুনিক ও পরিবেশবান্ধব রূপে চালু হচ্ছে। এটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মিলনস্থল হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব জানান, কুমিল্লার সনামধন্য একটি প্রতিষ্ঠান এই ক্যাফেটেরিয়া পরিচালনা করবে। খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিতে বলা হয়েছে তাদের।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির পর গত ২২ জুন ক্যাম্পাস খুলে দেওয়া হলেও সংস্কারকাজ চলায় ক্যাফেটেরিয়াটি বন্ধ ছিল। নতুন রূপে চালু হওয়ার খবরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ ও আলোচনার ঝড় উঠেছে ক্যাম্পাসজুড়ে।
এএম/রহমত