কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন পরিচালনা করেছে।
গত ২৪ জুন থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত, দশদিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কোভিড-১৯ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কার্যক্রম চালানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সচেতনতামূলক পোস্টার লাগানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ আশেপাশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চীফ ডা. সোহাগ বলেন, “আমাদের সচেতনতাই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট তথা ওমিক্রন প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে, যাতে এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়।”
ক্যাম্পেইনের পরিচালকদের একজন মো. আতিকুর রহমান তনয় বলেন, ‘আমরা একটি কোর্সের অধীনে ক্যাম্পেইনটি পরিচালনা করছি। আমাদের এসাইনমেন্ট ছিলো একটি ক্যাম্পেইন করা এবং যেহেতু করোনা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে তাই আমরা শিক্ষার্থী হিসেবে সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এ নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করি। আমাদের পরিকল্পনা আছে কুমিল্লা জেলা প্রশাসকের সাথে কথা বলে ক্যাম্পেইনটি কুমিল্লা শহরেও পরবর্তীতে পরিচালনা করার।”
উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অধীনের এসাইনমেন্ট হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।
/মারুফ