কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবির কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ‘ছাত্র সংসদ থাকবে’ এমন একটি ধারা অবিলম্বে যুক্ত করতে হবে। পাশাপাশি আইনে ছাত্র সংসদের কাঠামো স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। তারা আরও বলেন, ছাত্র সংসদ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করতে হবে এবং আসন্ন নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাইম ভূঁইয়া বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর সারাদেশের শিক্ষার্থীদের একটি সাধারণ প্রত্যাশা তৈরি হয়েছে—বিশ্ববিদ্যালয় হবে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি মুক্ত এবং সেখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান থাকবে। আমরা মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই ছিল। সেই প্রয়োজন থেকেই আমরা ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ শুরু করেছি।”
গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, “কুবিতে এমন কোনো সংগঠন নেই, যা সামগ্রিকভাবে সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে। তাই কুকসুই হতে পারে আমাদের প্রধান আশ্রয়স্থল—যেটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করবে। এই লক্ষ্যেই আজকের কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের যাত্রা।”
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এর আগেও কুকসু প্রতিষ্ঠার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এমনকি শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার এ বিষয়ে আনুষ্ঠানিক দাবিও তোলা হয়েছে। তবে এবার তারা সংগঠিতভাবে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’-এর যাত্রা শুরু করল।
এএম/মনিরা শিলা