MCJ NEWS

কুবিতে মাইক্রোপ্লাস্টিক নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন করল এমসিজে আর্থ ক্লাব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরিবেশ সচেতন শিক্ষার্থীদের সংগঠন ‘এমসিজে আর্থ ক্লাব’ মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সাত দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন করেছে। এই ক্যাম্পেইনের মূল উদ্যোক্তা ছিল ক্লাবটির পাবলিক রিলেশন (PR) টিম।

সচেতনতামূলক এই কার্যক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে, আবাসিক হল এবং ক্যাম্পাসসংলগ্ন বাজার ও মুদি দোকানগুলোতে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে হাতে হাতে লিফলেট বিতরণ করে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

এই প্রচারণার প্রধান উদ্দেশ্য ছিল মাইক্রোপ্লাস্টিক কী এবং এটি কীভাবে মানবদেহ, প্রাণিকুল ও পরিবেশে ক্ষতি করে তা তুলে ধরা। এছাড়াও প্লাস্টিক পণ্যের ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার উৎসাহিত করাও ছিল এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ভিডিও দেখার পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করেন, যা মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সচেতনতার গভীরতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। এমসিজে আর্থ ক্লাবের সদস্য রাবেয়া ভুঁইয়া বলেন, “আমরা চাই সবাই বুঝুক, অতি ক্ষুদ্র এই মাইক্রোপ্লাস্টিকও আমাদের শরীরে, মাটিতে ও জলে ভয়াবহ ক্ষতি করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়তে হলে আজ থেকেই সচেতন হতে হবে।”

এমসিজে আর্থ ক্লাব ভবিষ্যতেও পরিবেশবান্ধব এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

 
/আদনান

শেয়ার করুন -