MCJ NEWS

কুবিতে মিডিয়া লিটারেসি নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন

গত সোমবার (৩০ জুন) থেকে ‘মিডিয়া লিটারেসি ‘ বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করেছে মিডিয়া লিটারেসি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ১০ দিনব্যাপী ক্যাম্পেইনটি সফলভাবে পরিচালিত হয়।

‘মিডিয়া লিটারেসি’ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষক- শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে গণমাধ্যম সম্পর্কে সচেতন করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য বা গুজব শনাক্ত ও প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করা। গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতা বাড়াতে সংস্থাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক – শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে মিডিয়া লিটারেসি বিষয়ক লিফলেট বিতরণ করে। এছাড়াও গুজব ও ভুয়া খবর কীভাবে শনাক্ত করা যায় তা নিয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটির সদস্য কুমার বিশ্বজিৎ রায় ও আবু সাঈদ তালুকদার।

গগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান বলেন, ” অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষদের মিডিয়া লিটারেসি কম। তাই মিডিয়া লিটারেসি সম্পর্কে সচেতন হওয়ার জন্য মাধ্যমিক পর্যায়ে মিডিয়া লিটারেসি বিষয়ক আধেয় পাঠ্যভুক্ত করা জরুরি।”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অধীনে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।

/ কুমার বিশ্বজিৎ রায়

শেয়ার করুন -