সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এক সপ্তাহব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করেছেন।
গত ২১ জুন শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে “সহজ ফাউন্ডেশন”–এর হয়ে শিক্ষার্থীরা অংশ নেন। ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল সড়ক নিরাপত্তায় জনসচেতনতা তৈরি। এ লক্ষ্যেই জেব্রা ক্রসিং মেনে চলা, সিটবেল্ট ব্যবহার, গতিসীমা নিয়ন্ত্রণ এবং হেলমেট পরিধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কোটবাড়ি বিশ্বরোড, কোটবাড়ি, বার্ড মডেল হাইস্কুল এবং কুবি ক্যাম্পাসে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এ সময় লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বুথ স্থাপনের মাধ্যমে পথচারী, শিক্ষার্থী ও চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সড়ক দুর্ঘটনার বাস্তব চিত্র তুলে ধরে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. মো. মিনহাজুল আরেফিন বলেন, ‘আমাদের হাসপাতালটি হাইওয়ের পাশে হওয়ায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার রোগী আসে। পাঁচজনের মধ্যে প্রায় একজন মারা যায়। এ ধরনের ক্যাম্পেইন খুব দরকার, যেন মানুষ সচেতন হয়।’
ক্যাম্পেইনের অন্যতম পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা আমাদের কোর্সের অংশ হিসেবে এই ক্যাম্পেইন পরিচালনা করেছি। সড়ক দুর্ঘটনা এখন একটি বড় সমস্যা, প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। আমরা চাই, সচেতনতার মাধ্যমে এই মৃত্যু মিছিল থামুক।’
উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‘পাবলিক রিলেশনস’ কোর্সের আওতায় ক্যাম্পেইনটি বাস্তবায়ন করেন।
/রাজিব