কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২১ জুলাই অনুষ্ঠিত হবে ‘২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’। বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং কুবি সায়েন্স ক্লাবের সহযোগিতায় এ আয়োজন হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুবি সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার।
তিনি জানান, দীর্ঘ ৩৭ বছর ধরে দেশের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় কাজ করছে অ্যাস্ট্রোনোমিক্যাল অ্যাসোসিয়েশন। কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের অলিম্পিয়াডে অংশ নেবে প্রায় ২০০ শিক্ষার্থী।
এদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নেবে ২৬ জুলাই ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাবে।
জনি সরকার বলেন, ‘এই আয়োজন কুমিল্লার শিক্ষার্থীদের মাঝে মহাকাশবিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করবে। আমরা আশাবাদী, এখান থেকেই তৈরি হবে ভবিষ্যতের বিজ্ঞানী।’
এসআর/রহমত