কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত ‘৭ম ডিবেটর সার্চ টুর্নামেন্ট ২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। রানারআপ হয়েছে গণিত বিভাগ। সোমবার (১৫ জুলাই) দুপুরে বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
প্রতিযোগিতার আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতাটি শুরু হয় গত ৪ জুলাই।
চূড়ান্ত পর্বে বিচারকদের রায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি। পাশাপাশি অংশগ্রহণকারী ৬৪ জন নবীন বিতার্কিকের মধ্য থেকে ৫ জনকে ‘উদীয়মান বিতার্কিক’ হিসেবে মনোনীত করা হয়।
প্রতিযোগিতার প্রধান অতিথি ও সিওইউডিএসের মডারেটর, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “বিতর্ক গুগল বা উইকিপিডিয়া থেকে শেখা যায় না, এর জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিতর্ক শুধু সংগঠনের কাজ নয়, এটি একটি চর্চা—চিন্তার চর্চা।” তিনি জাতীয় পর্যায়ে বড় পরিসরে বিতর্ক উৎসব আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইন বিভাগের সহকারী অধ্যাপক সোহরাব হোসাইন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান নবীনদের উদ্দেশে বিতর্কচর্চার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সিওইউডিএস সভাপতি সাদিয়া আফরিন বলেন, “জাতীয় পর্যায়ে ট্রফি জয়ের যে স্বপ্ন আমরা এতদিন পূরণ করতে পারিনি, তার দায়ভার আমরা নতুনদের হাতে তুলে দিতেই এই আয়োজন। আশা করি তোমরা সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক নাজমুস সাকিব ও নির্বাহী সদস্য ফাহিমা সুলতানা রাতুয়া। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এএম/মনিরা শিলা, মেহের আফরিন