কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি আয়োজন করেছে সাহিত্য ও সামাজিক সংগঠন চিত্তনামা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ ওয়াসিম, মুগ্ধ ও আবু সাঈদসহ ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এ নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আল ফাহাদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ আমাদের সামনে লড়াই ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন। মানবতার পক্ষে সংগ্রাম চলবে যতদিন, ততদিন আমরা শহীদদের স্মরণ করব এবং তাঁদের আদর্শ বুকে ধারণ করেই এগিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘চিত্তনামা যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। আমাদের সবার মধ্যে জুলাইয়ের চেতনা অম্লান থাকুক।’
উল্লেখ্য, চলতি বছরের মার্চে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘চিত্তনামা’ প্রকাশ করে বিশেষ সাহিত্য সাময়িকী ‘জুলাই গণ-অভ্যুত্থান সংখ্যা’।
/মারুফ