কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির A, B এবং C ইউনিটভুক্ত বিভাগের ৬ষ্ঠ মেধা তালিকা ও মাইগ্রেশনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২১ জুলাই ২০২৫ থেকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের ২১ জুলাই থেকে ২৩ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত দপ্তরে (প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে ভর্তির সময় সঙ্গে আনতে হবে এসএসসি ও এইচএসসি’র মূল নম্বরপত্র ও প্রশংসাপত্রের মূল কপি এবং ১ সেট সত্যায়িত কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৮ কপি ছবি,ভর্তি ফি বাবদ A ও B ইউনিটের জন্য ১৩,৮০০ টাকা এবং C ইউনিটের জন্য ১৪,৮০০ টাকা জমার রশিদ (নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে)।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ভর্তি সংক্রান্ত সময়সূচি, বিভাগ পরিবর্তন বা মাইগ্রেশন সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
/ হাসিন আরমান