MCJ NEWS

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে কুবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিজয়-২৪ হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে হল প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মাসব্যাপী জুলাই স্মরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, “এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। হাদিসে আছে, ‘যদি কিয়ামত কায়েমও হয় আর হাতে চারা থাকে, তবে তা রোপণ করো।’ এমন উদ্যোগ সবুজ পৃথিবী গড়তে সহায়ক হবে।”

হল প্রভোস্ট অধ্যাপক মাহমুদুল হাছান খান বলেন, “জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় আমরা এই বৃক্ষরোপণ করেছি। ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখতে হলে ৩৬টি ফলজ গাছ লাগানো হচ্ছে। ছাত্রী-ছাত্রীরা গাছগুলোর নিচে বসে গল্প করবে, ফল খাবে—এমন পরিবেশ বান্ধব চিন্তা থেকেই এই উদ্যোগ।”

কর্মসূচিতে কোষাধ্যক্ষ বলেন, “জুলাই চেতনা ধারণ করে কুবি পরিবার যে কার্যক্রম হাতে নিয়েছে, বিজয়-২৪ হলের এই উদ্যোগ তারই অংশ। গাছ লাগানো একটি বড় এবাদত। শুধু অর্থ নয়, প্রয়োজন আন্তরিকতা ও দায়িত্ববোধ—তাহলেই আমরা গাছগুলোকে সঠিক ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবো।”

মাশে/নিলয়

শেয়ার করুন -