গানপ্রেমী শিক্ষার্থীদের মিলনমেলা, মুক্ত সংগীতচর্চার পরিবেশ এবং সৃজনশীল অভিব্যক্তির একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যাত্রা শুরু করলো ‘ক্যাম্পাস আনপ্লাগড: মিউজিক আড্ডা’ নামের নতুন এক সাংস্কৃতিক সংগঠন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়োজকরা জানান, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিতভাবে চলবে এই মিউজিক আড্ডা। সপ্তাহজুড়ে ক্লাস ও ব্যস্ততার চাপ শেষে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সৃজনশীল বন্ধনে যুক্ত করাই এর উদ্দেশ্য। গান, গিটার আর গল্পে তৈরি হবে এক বিকল্প সাংস্কৃতিক পরিসর, যেখানে শিল্পের টানে জড়ো হবেন তরুণেরা।
‘ক্যাম্পাস আনপ্লাগড’-এর অন্যতম আয়োজক লিয়ন ত্রিপুরা বলেন, এটি কেবল একটি সংগীত আড্ডা নয়, বরং বিশ্ববিদ্যালয়জীবনের ক্লান্তি কাটিয়ে ওঠার একটি মানসিক আশ্রয়। সংগীতের ভেতর দিয়ে মানুষ যেভাবে অনুভব ও স্বপ্ন ভাগ করে নেয়, সেই জায়গা থেকেই এই উদ্যোগটি আত্মপ্রকাশ করেছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ আয়োজনকে আরও বিস্তৃত করে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। গানের ওয়ার্কশপ, ট্যালেন্ট হান্ট, লাইভ শোসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে এটি হয়ে উঠবে একটি স্থায়ী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম—যেখান থেকে জন্ম নিতে পারে নতুন ব্যান্ড, একক শিল্পী কিংবা সৃজনশীল সংগঠন।
এএম/সাজিদুর রহমান