MCJ NEWS

কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা, নিজস্ব পণ্যে অংশ নেয় ৯টি দল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হলো ‘এন্ট্রাপেনারশীপ ফেয়ার’। বুধবার (২৩ জুলাই) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ মেলার আয়োজন করা হয়।

মূলত বিভাগের ১৬তম ব্যাচের ‘এন্ট্রাপেনারশীপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট’ কোর্সের অংশ হিসেবে এই আয়োজন। শিক্ষার্থীদের উদ্যোক্তা ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার সুযোগ দিতে ৯টি দল নিজেদের তৈরি পণ্য নিয়ে স্টল দেয় মেলায়।

উদ্যোক্তা শিক্ষার্থী সাদিয়া জাহান প্রমি বলেন, ‘এই আয়োজন আমাদের একাডেমিক শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের একটি চমৎকার সুযোগ দিয়েছে।’

আরেক উদ্যোক্তা নয়ন অধিকারীর ভাষায়, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আমরা আসল পণ্য কম দামে শিক্ষার্থীদের দিতে পারছি। এটা সবার জন্যই উপকারি।’

স্টল ঘুরতে আসা শিক্ষার্থী নাদিয়া রহমান আশফি বলেন, ‘এমন একটি আয়োজনে এসে বেশ ভালো লাগছে। বিভিন্ন ধরনের পণ্য দেখা গেল, উদ্যোগটিও প্রশংসার দাবি রাখে।’

এএম/মারুফ শেখ

শেয়ার করুন -