MCJ NEWS

কুবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মননা স্মারক প্রদান।

আজ বুধবার (৩০ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও সাংবাদিকসহ ১২০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বিপ্লবে যদি সার্বজনীন পরিকল্পনা ও সবার অংশগ্রহণ থাকে তাহলে তা একসময় বিজয়ে পরিণত হয়। আমাদের শহীদ আবদুল কাইয়ুম থেকে শুরু করে শহীদ ও আহত যারা রক্ত দিয়েছে তাদের রক্তকে প্রাধান্য দিয়ে কোন ব্যাক্তিস্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশকে যদি আগলে রাখতে পারে তবেই আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস করতে পারবে না।’

অনুষ্ঠানের সভাপতি ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমার মূল উদ্দেশ্য ছিল নারী জুলাই যোদ্ধা ও আহতদের একটু হলেও স্বীকৃতি দেওয়া। আজকের যে বিজয়-২৪ হল নামটি এসেছে জুলাইয়ে যোদ্ধাদের অবদানে। যারা শহীদ হয়েছেন তাদের অবদানের উপর ভিত্তি করে আমি বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি এই হলে নিরপেক্ষভাবে কাজ করতে।’

গণিত বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা বলেন, ‘১১ জুলাই ছাত্র আন্দোলন চত্বরে আমাদের ভাইয়েরা পুলিশী হামলার শিকার হয় তখন আমরা বোনেরা ব্যাপারটা সহ্য করতে পারিনি। আমরা কোন কিছু চিন্তা না করে বেরিয়ে যাই এবং ভাইদের প্রটেক্ট করে আমরা মিছিল নিয়ে এগিয়ে যাই।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, ‘জুলাই আন্দোলনে বিভিন্ন জন বিভিন্নভাবে হুমকি দিয়েছে যার কারণে আন্দোলনের সময় বাড়ি পলাতক থাকতে হয়েছিল। তারপরও বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতাম।’

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের মাসব্যাপী আয়োজন শেষ হবে।

মাশে/রহমত

শেয়ার করুন -