MCJ NEWS

কুবিতে পর্যটন ও আতিথেয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের সহশিক্ষা সংগঠন ক্যাফে মার্কেটিং এর আয়োজনে অনুষ্ঠিত হলো পর্যটন ও আতিথেয়তা বিষয়ক সেমিনার। “পণ্য নিজেরা বিক্রি হয় না, বিক্রি করাতে হয় মার্কেটিংয়ের মাধ্যমে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার ৩০ জুলাই দুপুর ২টায় ব্যবসায় অনুষদের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, “কুমিল্লাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব, যদি আমরা সঠিক পরিকল্পনা ও দক্ষ বিপণন কৌশল অনুসরণ করি।”

মূল বক্তা ছিলেন বাংলাদেশ পর্যটন ফাউন্ডেশনের সভাপতি মখলেছুর রহমান। এ সময় তিনি বলেন, “পর্যটন খাতে আয় ও কর্মসংস্থানের বিশাল সুযোগ আছে। কিন্তু তা বাস্তবে রূপ দিতে হলে পর্যটন পণ্যের গুণগত মানের পাশাপাশি শক্তিশালী বিপণন ব্যবস্থাও জরুরি। জীবনধর্মী যত কাজ আছে, সবই পর্যটনের অংশ। পর্যটন বর্তমানে তোলপাড় সৃষ্টি করেছে। পর্যটনের ক্ষেত্র বিস্তৃত। পর্যটন মার্কেটিং নামক একটি নির্দিষ্ট ক্ষেত্রও রয়েছে, যার ইংরেজি নাম ট্যুরিজম মার্কেটিং। পরিবেশের যত্ন নেওয়ার মাধ্যম হিসেবেই পর্যটন গড়ে উঠেছে। এর মাধ্যমে পরিবেশ নষ্ট হবে এই ধারণা সম্পূর্ণ ভুল।”

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক ও পরামর্শমূলক সহায়তার আশ্বাস দেন।

অধ্যাপক ড. মো. মঈনুল হাসানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার।

সেমিনারে বক্তা ও শিক্ষার্থীদের মাঝে পর্যটন, সম্ভাবনা ও ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়। বিষয়বস্তু হিসেবে উঠে আসে পর্যটন খাতে বিপণনের গুরুত্ব, ডিজিটাল মাধ্যমের ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কৌশল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. মো. মঈনুল হাসান বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের জানাতে চেয়েছি দেশি বিদেশি পর্যটকদের কাছে কুমিল্লা সহ দেশের পর্যটন পণ্য ও সেবা কীভাবে সঠিকভাবে পৌঁছানো যায়। এর মাধ্যমে যেমন আয় বাড়বে, তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থান।”

আয়োজকরা জানান, আয়ের পাশাপাশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনাময় খাত হিসেবে পর্যটনকে কীভাবে কাজে লাগানো যায়, সে ধারণা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আ.আ/ পলি, নিলয়

শেয়ার করুন -