প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমীর আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে এই মহোৎসবের আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ নামকীর্তন ও পাঠের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পীযুষ দেবনাথ। তিনি শ্রীমদভগবদগীতার আলোকে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য তুলে ধরেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌরভ বিশ্বাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। আজকের এই মহোৎসবের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায়, সহনশীলতা, ধর্মের জয় এবং অধর্মের বিনাশের চিরন্তন শিক্ষা গ্রহণ করি। প্রতি বছরের মতোই প্রশাসনের সহযোগিতা এবং আপনাদের আন্তরিক সমর্থনের ফলেই আমরা এই পবিত্র জন্মাষ্টমী অনুষ্ঠান সফলভাবে সম্পাদন করতে পেরেছি।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস বলেন, আজকে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী পালিত হচ্ছে। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনেই শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক এই কামনা করি।
/সুদীপ্ত সাহা