MCJ NEWS

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেল ৫৫ শিক্ষার্থী

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক পর্যায়ে একাডেমিক কৃতিত্ব ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. হায়দার আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগ থেকে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যারা একাডেমিক সাফল্য, নিষ্ঠা এবং ব্যতিক্রমী অবদান রেখেছেন তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কার এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “প্রথমত, তোমাদের ভালো মানুষ হতে হবে এটা চিন্তা থাকবে। এরপর তোমরা চিন্তাটা সীমাবদ্ধ রাখবে না। তোমাদের গণ্ডিটাকে আরো ছড়িয়ে দিতে হবে। তোমরা দেশেও থাকবে এবং বাইরেও থাকবে এমন চিন্তাই করবে।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ার উদ্দিন বলেন, “আসলে বৃত্তিটা শুধু অনুপ্রেরণা না, এটা হলো ভবিষ্যতে সত্য ও ন্যায়ের সাথে জীবন পরিচালনা করার পথ নির্দেশক। আমি আশা করবো তোমরা বিভিন্ন জ্ঞানী-গুণী ও মহর্ষীদের জীবনী পড়বে এবং তা অনুসরণ করবে।”

কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তোমরা তোমাদের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পেয়েছো আজকে। তোমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষাজীবনে তোমরা সফল হয়েছো এটার প্রতিফলন যাতে তোমাদের কর্মজীবনেও ঘটে।”

উল্লেখ্য, মেধা বৃত্তি, অসচ্ছল ও মেধাবী স্টাইপেন্ড এবং স্পোর্টস স্কলারশীপ চলতি মাসেই প্রদান করা হবে।

মাশে/রহমত

শেয়ার করুন -