MCJ NEWS

কুবিতে মডেল ইউনাইটেডের নতুন কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মডেল ইউনাইটেড নেশন (MUN) এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির(২০২৫-২৬) বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইমতিয়াজ আহমেদ চিন্ময়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মঈনুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আশরাফুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক ও হারুন অর-রশিদ মামুন।

এই অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। সাবেক সভাপতি হাসিন মাহতাব মাহিন প্রধান অতিথি ও অন্যান্য অ্যালামনাইদের উপস্থিতিতে নতুন সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় এবং সাধারণ সম্পাদক আনিকা তাবাসসুম সাদিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মঈনুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের ছাত্ররা ক্লাব, লাইব্রেরি, গবেষণা বরাদ্দ এবং রিসার্চ নিয়ে কথা বলবে। পড়াশোনার পাশাপাশি তোমাদের উচিত নিজেদেরকে যোগ্য ও গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নেওয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন, টেডএক্স, ইএলডিসি-এর মতো সংগঠনগুলো আজ দেশের কাছে পরিচিতি পাচ্ছে, যা তোমাদের মতো যোগ্য নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে।

প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক বলেন, “ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে দেশ ও দেশের বাইরে নিজেদের সেরা প্রমাণ করার সুযোগ করে দেবে।”

অনুষ্ঠানের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, “আজ ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আমাদের কার্যক্রমগুলো নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ইনশাআল্লাহ, সামনে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারব।”

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন নতুন নেতৃত্বের হাতে তাদের অগ্রযাত্রার নতুন অধ্যায় শুরু করলো।

মাশে/নিলয়

শেয়ার করুন -