কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) শুরু হয়েছে ‘৪র্থ সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাঙ্কটিটি’ আন্তর্জাতিক সম্মেলন। তিনদিনব্যাপী এই আয়োজনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজন (BSSCR)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াসহ পাঁচটি দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ১৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে, যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭০টি গবেষণা পত্র রয়েছে।
মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক জোড ডব্লিউ. আর. জেনিলো।
আজকের দিনটি ছিল সম্মেলনের প্রি-কনফারেন্স ট্যুর। বিকেলে অংশগ্রহণকারীরা কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান—ইটাখোলা মুড়া, রূপবান মুড়া এবং লাটিকট মুড়া—পরিদর্শন করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘কুমিল্লার আর্কিওলজিক্যাল হেরিটেজ’ শীর্ষক ফটোগ্রাফিক প্রদর্শনী, প্রেস কনফারেন্স, এবং শেষে ছিল প্রাণবন্ত ওয়েলকাম ডিনার।
এই বিশেষ সফরে অংশগ্রহণের জন্য আয়োজক কমিটি সকল অতিথি, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সন্ধায় আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বিএসএসসিআর-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক শাহনাজ হুসনে জাহান, কান্ট্রি ডিরেক্টর ড. সোহরাব হোসেন, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান।
প্রেস কনফারেন্সে আয়োজক কমিটির সদস্য ও বিএসএসসিআর-এর কান্ট্রি ডিরেক্টর ড. সোহরাব উদ্দিন বলেন,
এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক গবেষণা অঙ্গনের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছে—এটাই এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন।”
আগামীকাল ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হায়দার আলী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর শুরু হবে মূল সেশন, যেখানে দেশি-বিদেশি গবেষকরা একে একে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।