MCJ NEWS

শেষ হল ৪র্থ আন্তর্জাতিক BSSCR কনফারেন্স

সমাপনী দিনে অংশগ্রহণকারীরা কুমিল্লা ওয়ার সিমেট্রি, ময়নামতি জাদুঘর, শালবন বিহার এবং রানী ময়নামতির রাজপ্রাসাদ পরিদর্শন করেন।

ভ্রমণকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বাঙলা ও বাঙালির প্রাগৈতিহাসিক দিক নিয়ে বক্তব্য রাখেন। তিনি অংশগ্রহণকারীদের বাংলার প্রাচীন ঐতিহ্য, প্রত্ননিদর্শন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। দেশি-বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠপর্যায়ে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

কনফারেন্সের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, “আমাদের বিএসএসসিআর সংগঠন মূলত কালচার এবং রিজিওন নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় গবেষকদের সাইট ভিজিটে নিয়ে যাওয়া হয়েছে, যাতে তারা বাংলার সংস্কৃতি ও ইতিহাস বাস্তবভাবে অনুভব করতে পারেন। আমরা একটি সফল কনফারেন্স আয়োজন করতে পেরেছি।”

তিনি আরও জানান, আগামীতে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য একটি কনফারেন্স আয়োজন করা হবে, যেখানে শুধুমাত্র শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ৪র্থ বিএসএসসিআর কনফারেন্সে পাঁচটি দেশের মোট ১৭০ জন গবেষক অংশ নেন এবং তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এরই ধারাবাহিকতায় ঘোষণা করা হয়েছে ৫ম বিএসএসসিআর কনফারেন্সের ভেন্যু, যা অনুষ্ঠিত হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে।

/ ফরহাদ কাউছার

শেয়ার করুন -