কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ দুর্দান্ত সূচনা করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। আজ ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত নক আউট পর্বের ম্যাচে পরিসংখ্যান বিভাগকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে পেনাল্টি পায় পরিসংখ্যান বিভাগ, তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। কয়েকটি আক্রমণভাগের সমন্বিত প্রচেষ্টার পর এমসিজের নূর আখের মওলা দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন। গোল খাওয়ার পর সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করে পরিসংখ্যান বিভাগ, কিন্তু এমসিজের ডিফেন্স ও গোলকিপারের দৃঢ়তায় কোনো ফল আসেনি। ম্যাচের শেষ মুহূর্তে আরও দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বিজয়ী দল।
শেষ বাঁশি বাজতেই এক শূন্য গোলে জয় উদযাপন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এই জয়ের মাধ্যমে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, আর টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখে। মাঠে উপস্থিত দর্শকদের উল্লাসে ভরে ওঠে কেন্দ্রীয় মাঠ।