কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯০তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের (অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর ২০২৬ সালের ৩০ জানুয়ারির সকাল ১১টায় A ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরেরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় B ইউনিট (বানিজ্য) এবং C ইউনিটের (কলা ও সামাজিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনের বিকাল ৩টায়।
উল্লেখ্য, সভায় সিদ্ধান্ত হয় গত বছরের ন্যায় এবছরও গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাশে/সাজিদ