MCJ NEWS

কুবিতে উন্মুক্ত লাইব্রেরিতে ছাত্রদলের নতুন বই প্রদান

শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘদিন যাবত পড়ে থাকা উন্মুক্ত লাইব্রেরিতে নতুন বই দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এর আগে এখানে বই দেওয়া হলেও সেগুলো নিয়ে চলে যেতো অন্যরা। তাই দীর্ঘদিন যাবৎ ফাঁকা পড়ে ছিলো লাইব্রেরি। আর তাই ছাত্রদল উন্মুক্ত লাইব্রেরিতে গল্প, উপন্যাস এবং সাইন্স ফিকশনসহ বিভিন্ন ধরনের বই রাখেন।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘ছাত্রদল এমন শিক্ষার্থীবান্ধব কাজ করলে তাদের ইমেজ ভালো হবে তারা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমরা চাই এমন ভালো কাজের প্রতিযোগিতা হোক ক্যাম্পাসে।’ 

ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে উন্মুক্ত লাইব্রেরি স্থাপনকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে লাইব্রেরিগুলোতে কিছু বই উপহার দিয়েছি। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও বই উপহার দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ করে তাদের পাশে থাকবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা নিজ উদ্দ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছিলেন।

মাশে/ফরহাদ

শেয়ার করুন -