আজ সোমবার (১৭ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রিসার্চ সোসাইটি এর উদ্যোগে অনুষ্ঠিত হলো আইইএলটিএস (IELTS) বিষয়ক সেমিনার।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইডিজ- আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মাহি রহমান। এছাড়া আলোচক ছিলেন ইডিজ – আইটির ইন্সট্রাক্টর ও লোকপ্রাসন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী আল রাফি, আয়োজক কমিটির কো-অর্ডিনেটর দিপংকর চন্দ্র দাস।
মাহি রহমান বলেন,‘ আজকের এই সেমিনার থেকে যারা আইইএলটিএস নিয়ে জ্ঞান অর্জন করতে পেরেছে। আমি চাই তারা শিখুক, স্কিল অর্জন করুক এবং তাঁরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে একদিন এটাই প্রত্যাশা।’
আল রাফি বলেন, ‘আইএলটিএস নিয়ে স্টুডেন্টরা যেন চারটি মডিউলে বিস্তারিত জানতে পারে, আইএলটিএস জিনিসটা আসলে কি তারা যেন তা বুঝতে পারে।’
দিপংকর চন্দ্র দাস বলেন, ‘আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা IELTS পরীক্ষার প্রস্তুতি, কৌশল এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পেয়েছে। আমরা বিশ্বাস করি, এসব উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী করবে এবং তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে।’
উল্লেখ্য, ‘ Comilla University Research Society ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও উদ্ভাবনী, কার্যকর ও গবেষণাবান্ধব প্রোগ্রাম নিয়ে কাজ চালিয়ে যাবে। শিক্ষার্থীদের উন্নয়নে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।’
মাশে/কাওসার