
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
দুপুর ১টায় বিভাগের বর্তমান শিক্ষার্থীরা উপচার্যের সাথে দেখা করেন এবং তাদের ৩ দফা দাবি তুলে ধরেন। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ এমসিজে বিভাগে মাত্র চারজন শিক্ষক পাঠদান দিচ্ছেন। এতে করে একজন শিক্ষকের উপর অধিক কোর্সের চাপ পড়ে। তাছাড়াও বিভিন্ন প্রশাসনিক কাজে শিক্ষকদের ব্যস্ত থাকতে হয়। মাত্র তিনজন শিক্ষক দিয়ে একটি বিভাগের ছয়টা ব্যাচ চলমান। এ সংকটে শিক্ষার্থীদের ও শিক্ষকদের ভোগান্তির শেষ নেই।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনিরা আক্তার শিলা বলেন, ‘আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই শুধু নামের পাশে ট্যাগ লাগানের জন্য নাহ যে আমি পাবলিকিয়ান। আমরা আসি এই আশায় যে এখানে দেশের স্বনামধন্য, সর্বোচ্চ শিক্ষাবিদ শিক্ষকরা আমাদের পাঠদান করাবেন। আমরা তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে নিজেদের জীবন গড়বো, কিন্তু সেই জায়গায় আমার বিভাগে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পর্যন্ত নেই। প্রশাসনের নিকট আবেদন থাকবে আমাদের এই সমস্যা যেনো দ্রুতই সমাধান করেন। এভাবে হয়তো আমরা ডিগ্রি নিয়ে বের হতে পারবো কিন্তু জীবনে কিছু করতে পারবো না।’
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা স্মারকলিপি পেয়েছি। এটা নিয়ে আমরা আলোচনায় বসব এবং সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই তিন জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেই সাথে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব দ্রুত সময়ে চালু হওয়ার আশ্বস্ততা প্রদান করেন।
উল্লেখ্য, ৩ দফা দাবিসমূহ দ্রুত শিক্ষক নিয়োগ, ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব চালু করা।
মাশে/কাউসার