MCJ NEWS

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি’র নেতৃত্বে সৌরভ – তান্নি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মার্জিয়া রহমান তান্নি। সংগঠনের উপদেষ্টা ডা. জান্নাতুল ফেরদৌস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে খান মোহাম্মদ সালেহ,মুহিবুস সাবের তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একা তালুকদার, রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আল মাসুম,দিপঙ্কর চন্দ্র দাস,কোষাধ্যক্ষ পদে মো: সাকিব হাসান,দপ্তর সম্পাদক পদে বিথি আক্তার কাজল, তথ্য – প্রযুক্তি সম্পাদক পদে রিফাতুল মারুফ, ইভেন্ট ম্যানেজমেন্ট পদে জোবায়ের হোসেন, পিআর এন্ড কমিউনিকেশন পদে ফরহাদ কাউছার, সহ-পিআর সম্পাদক পদে মারজানা আফরোজ এবং ক্রিয়েটিভের দায়িত্ব পেয়েছেন আবরার আহমেদ আশরাফি। এছাড়াও সদস্য পদে জিন্দি আক্তার,লাবিবা রশিদ রাফা, মো: আবু সাঈদ, মো: নয়ন, মারিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত সভাপতি মো: সৌরভ বলেন, Comilla University Research Society সবসময়ই শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বিকাশে কাজ করে আসছে। নতুন এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে আমরা গবেষণামুখী পরিবেশ আরও শক্তিশালী করতে চাই। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদেরকে গবেষণায় অনুপ্রাণিত করা, প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করা। আমরা বিশ্বাস করি সমন্বিত প্রচেষ্টা ও উদ্যমী তরুণ গবেষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে CoURS আগামী বছর আরও বড় সাফল্য অর্জন করবে।

এফকে/ফরহাদ

শেয়ার করুন -