MCJ NEWS

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে শুরু হয়েছে কালচারাল এন্ড স্পোর্টস উইক। আজ বেলা ২:০০ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সোলায়মান এই উইকের উদ্ভোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড.মাহমুদুল হাছান খান এবং হাউজ টিউটরগণ।

শুরু হওয়া স্পোর্টস উইকে ক্রিকেট, ফুটবল, দাবা,ক্যারম, দীর্ঘ লাফ,দৌড় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন৷

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সোলায়মান বলেন, ‘বিজয়-২৪ হল প্রশাসনকে ধন্যবাদ তারা গতবারের ন্যায় এবারও স্পোর্টস উইকের আয়োজন করেছে। শিক্ষার্থীদের পড়াশোনামুখী এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রশাসন এরকম আয়োজনে সবসময় সহযোগিতা করবে।’

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড.মাহমুদুল হাছান খান বলেন, ‘আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। এই স্পোর্টস উইকের মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরের মাঝে মেলবন্ধন তৈরি হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে দৃঢ়তা বজায় রাখতে আমাদের আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে সামনে আরো কিছু কাজ করার পরিকল্পনা আছে আমাদের। হলে শৃঙ্খলা এবং পড়াশোনার পরিবেশের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।’

উল্লেখ্য, সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনে স্পোর্টস উইক পালন করবে বিজয়-২৪ হল।

এফকে/ফরহাদ

শেয়ার করুন -