MCJ NEWS

ইরাসমাস স্ট্যাটাস পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিনিময় কর্মসূচি ইরাসমাসের আওতায় ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি কুবি অরগানাইজেশনাল পরিচয় নম্বর ‘ওআইডি’ লাভ করেছে, যা এই আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।

এই অর্জনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য ইউরোপ ও তুরস্কসহ বিশ্বের ৩৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হলো। দেশে সাধারণভাবে একে ইরাসমাস স্ট্যাটাস বলা হলেও প্রকৃতপক্ষে এটি ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি কর্মসূচির অন্তর্ভুক্ত।

কর্মসূচির কাঠামো অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে অংশীদার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত থাকবে। কর্মসূচির সমন্বয়কারী হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বা তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করবে। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান জানান, “এই স্বীকৃতির ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আন্তর্জাতিকীকরণ আরও গতিশীল হবে। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরাসরি কোনো তহবিল পাবে না। তবে ইউরোপীয় বা সংশ্লিষ্ট দেশগুলোর অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ জাতীয় সংস্থার মাধ্যমে প্রাপ্ত বাৎসরিক ইরাসমুস তহবিল ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিনিময় কার্যক্রম পরিচালনা করবে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে তুরস্কের দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অংশীদার প্রতিষ্ঠানগুলো এই ওআইডি ব্যবহার করে বিনিময় কর্মসূচির জন্য তহবিল আবেদন করতে পারবে।”

এই অর্জনের ফলে বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এফকে/আদনান।

শেয়ার করুন -