MCJ NEWS

কুবি বিএনসিসি প্লাটুন থেকে বিদেশ সফরে যাচ্ছেন আবু বকর সিদ্দিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিএনসিসি প্লাটুন থেকে বিদেশ সফরের জন্য নির্বাচিত হয়েছেন ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক। তিনি ময়নামতি রেজিমেন্টের অধীন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে বাংলাদেশের এম্বাসাডর হয়ে সরকারি খরচে বিদেশ সফরে যাচ্ছেন।

গত ১১ ডিসেম্বর ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরে অনুষ্ঠিত বহুনির্বাচনি ও লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি রেজিমেন্ট পর্যায়ে নির্বাচিত হন। পরবর্তীতে ১৬ ডিসেম্বর বিএনসিসি সদর দপ্তরে লিখিত পরীক্ষা এবং ১৭ ডিসেম্বর বিএনসিসি মহাপরিচালকের নেতৃত্বে ভাইবা বোর্ড অনুষ্ঠিত হয়। এসব ধাপ সফলভাবে অতিক্রম করে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন। ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনসিসি সদর দপ্তর থেকে প্রকাশিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক বলেন, “এই সফর আমার বিএনসিসি জীবনের অন্যতম বড় অর্জন। এ সাফল্যের পেছনে শিক্ষকবৃন্দ ও বিএনসিসির সিনিয়রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি ভবিষ্যতে আমার প্লাটুনের আরও জুনিয়র ক্যাডেট বিদেশ সফরের সুযোগ পাবে।”

প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, “এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য গর্বের বিষয়। এর আগেও এ প্লাটুনের ক্যাডেটরা বিভিন্ন দেশে সফর করেছে এবং ভবিষ্যতে আরও সাফল্য আসবে বলে আশাবাদী।”

উল্লেখ্য, এর আগে আবু বকর সিদ্দিক মালদ্বীপ সফরের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে এ পর্যন্ত মোট আটজন ক্যাডেট বাংলাদেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করেছেন।

এফকে/ আদনানুল আলম আদনান

শেয়ার করুন -