
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের রিয়াদ হোসেইন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফরহাদ কাউছার।
আজ কুবি প্রথম আলো বন্ধুসভার অফিসিয়াল ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন এবং কাজী মিরাজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মেহরাজ আলভী, ফুয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারিহা তাসনিম মুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরা আক্তার শিলা।কমিটিতে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম।
নব নির্বাচিত সভাপতি রিয়াদ হোসেইন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার বর্তমান সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য সম্মান ও দায়িত্ব দুটোই।আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্ধুসভা আরও সক্রিয়, আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরিতে সক্ষম হবে। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনায় আমরা আরও সুন্দর কিছু উপহার দিতে পারব- এই আশাই রাখি।’
কুবি প্রথম আলো বন্ধুসভার নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ‘সত্য এবং সাহস নিয়ে আমরা আগামী এক বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমি প্রত্যাশা করি এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, সাহিত্য এবং মানবিকতা বিকাশে কাজ করবে।’
/ফাহমিদা কানন