MCJ NEWS

কুবিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম অ্যারোমেটিক ২.০

“হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়” এর অন ক্যাম্পাস প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে টিম অ্যারোমেটিক ২.০ ।

আজ শুক্রবার(২৩ শে জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের তিনজন সম্মানিত বিচারক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।

এবারের হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় সেমিফাইনালে চব্বিশটি দল থেকে দশ টি দলকে ফাইনালে নেওয়া হয়েছে। আয়োজকদের প্রাথমিক বক্তব্য শেষে সেরা দশ ফাইনালিস্ট টিম তাদের বিজনেস আইডিয়া বিচারকদের সামনে উপস্থাপন করেন। টিম ১০টি হলো ফিনোভা, ক্যাটালিস্ট, ট্রেইলব্লেজার, নাইট আউলস, অ্যারোমেটিক ২.০ , আউটলায়ার্স, থ্রি ডট, চেকমেট, প্রোসপেরাক্স এবং পাওয়ার পিক্সেলস। দলগুলোর বিজনেস আইডিয়া উপস্থাপন শেষে বিচারকরা তিনটি দলকে বিজয়ী ঘোষনা করেন।

বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় টিম অ্যারোমেটিক ২.০, রানার আপ হয়েছে টিম থ্রি ডট এবং তৃতীয় স্থান হয়েছে টিম ট্রেইলব্লেজার।

চ্যাম্পিয়ন টিম অ্যারোমেটিক ২.০ এর বিজনেস প্রকল্পটি ছিল Kagoj.com, এ প্রসঙ্গে টিম আরোমেটিকের সদস্য নাজমুল হাসান ফাহিম বলেন, ‘আমাদের প্রকল্পটিকে আমরা তিনটি ধাপে বর্ণনা করেছি। এগুলো হল বুক র‍্যাক, পেপার হাব এবং ক্র‍্যাফট স্টুডিও। বুক র‍্যাক-এ প্রয়োজন শেষে পুরাতন বই সংরক্ষণ করে রাখা হয়, পেপার হাবে বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নষ্ট হওয়া কাগজ, ম্যাগাজিন, বই ইত্যাদি সংগ্রহ করে কাগজের হ্যান্ডক্রাফট করে তৈরি করা হয় এবং ক্র‍্যাফট একটি সাইট যেখানে গ্রামের মহিলা বা শিক্ষার্থীরা তাদের তৈরি করা ক্রাফট সামগ্রী বিক্রি করতে পারেন আর এই সবগুলোকে একসাথে সংযোগ করে Kagoj.com যা শিক্ষা ও বাণিজ্যিক দুইভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করবে। ’

তিনি আরো বলেন, ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই প্রকল্পে বিশেষ করে আমার টিম মেম্বারদের অবদান অনেক বেশি। তাই জাতীয় পর্যায়েও আমরা আরো ভালো কিছু করার প্রত্যাশা রাখছি।’

সবশেষে বিচারকদের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় এবারের “হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়” এর অন ক্যাম্পাস প্রতিযোগিতা।

এফকে/ শাহপরান হোসেন

শেয়ার করুন -