
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ, টেকনিক্যাল উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি সংগঠনটির পক্ষ থেকে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কার্যনির্বাহী পরিষদে নৃবিজ্ঞান বিভাগের তন্ময় সরকারকে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের রায়হান মিথুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ ও নুসরাত জাহান ইভা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অগ্নি দেব ও প্রান্ত ঘোষ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আরেফিন তাজবী, সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রতীক বড়ুয়া ও জুয়েনা তালুকদার পলি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শফিউল ইসলাম তিয়াস, অর্থ ও দপ্তর সম্পাদক তাসমিয়া ফারিন, প্রচার সম্পাদক খাইরুল আমিন মাসুম, প্রপ্স ও কস্টিউম বিষয়ক সম্পাদক মোসলিমা খাতুন পাকিজা, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক রুবায়েত হোসেন, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক আশিক ইসলাম এবং শব্দ ও সঙ্গীত আয়োজন বিষয়ক সম্পাদক হিসেবে প্রীতম কান্তি গোপ দায়িত্ব পালন করবেন।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ ইমতিয়াজ, জাওয়াদ উর রাকিন খান, আমেনা ইকরা, জুনায়েদ লামিম শেখ, আবেদ হোসেইন, কিকিউ মারমা, ডমনিকা কৃপা, অরবিন্দ সরকার, অপু পাল, সুবাহ প্রমিথী সমীক্ষা, বন্ধন রায় এবং সাদমান আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
/আদনান