MCJ NEWS

কুবিতে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির উদ্যোগে বায়োইনফরমেটিক্স: ফ্রম বেসিক টু অ্যাপ্লিকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি,(বুধবার)সকাল ১০ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে কী-নোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড’ন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড (বাংলাদেশ )-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), এসকে ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড.জান্নাতুল ফেরদৌস।এছাড়াও বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

সেমিনারের শুরুতে উদ্বোধনী বক্তব্যে ড.জান্নাতুল ফেরদৌস বলেন, “বর্তমান সময়ে বায়োইনফরমেটিক্স আমাদের জ্ঞানার্জনের পরিসরকে বিস্তৃত করেছে এবং নিজেকে সমৃদ্ধ করা ও স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের নিজেদের আগ্রহের ভিত্তিতে বায়োইনফরমেটিক্স শিখতে, এবং স্কিল ডেভেলপ করতে হবে। যাতে তারা নিজেদেরকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে সক্ষম হয়।”

সেমিনার কী-নোট বক্তা এস কে ফয়সাল আহমেদ বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে এর ব্যবহারিক ও গবেষণাভিত্তিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন “বর্তমান বিশ্বে বায়োইনফরমেটিক্স গবেষণার ক্ষেত্র, এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, নতুন আবিষ্কার এবং ক্যারিয়ার গঠনের সুযোগগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে একজন শিক্ষার্থী কীভাবে একদম শূন্য থেকে এই বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারে, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তুলে ধরা হয়েছে, যা তাদের প্রাতিষ্ঠানিক ও ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে।”

সেমিনারের আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্পূর্ণ সেমিনারের আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এই কুইজ পরিচালনা করা হয়। কুইজে বিজয়ী সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং গবেষণামূলক কাজে আরও আগ্রহী হওয়ার অনুপ্রেরণা দেন।

এফকে/ সুলতানা রাজিয়া আশা

শেয়ার করুন -