কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে সমসাময়িক বিশ্ব ও সাহিত্যে আন্তঃদেশীয়তা, বহুসংস্কৃতিবাদ এবং লিঙ্গ’ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল কনফারেন্স-২০২৫’। আগামী শনিবার (২৮ জুন) এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। ন্যাশনাল কনফারেন্সের আহ্বায়ক ড. বনানী বিশ্বাস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আয়োজকদের মতে, একটি বদলে যাওয়া ও বিশ্বায়িত পৃথিবীতে মানুষের জটিল পরিস্থিতি এবং ক্ষমতার নানা দিককে বোঝা সম্মেলনের প্রধান উদ্দেশ্য। তারা আরও জানান, “আজকের এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় মানুষ প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে। নিজের আত্মসম্মান রক্ষা করে বাঁচতে হলে, আমাদের পরিচয়, অর্থনীতি, জাতীয়তা, ধর্ম ও লিঙ্গ নিয়ে চলা বৈশ্বিক রাজনীতি ভালোভাবে বুঝতে হবে।
বিশেষ করে সহিংসতা, ঘরছাড়া হওয়া (বাস্তুচ্যুতি), আর প্রতিরোধের অভিজ্ঞতাগুলো যেসব ক্ষমতার জটিল ব্যবস্থার সঙ্গে জড়িত, সেগুলো নিয়ে প্রশ্ন তোলা এবং আলোচনা করাই এই সম্মেলনের মূল লক্ষ্য যাতে এ নিয়ে চুপ না থেকে সবার কণ্ঠস্বর তুলে ধরা যায়।”
এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স কমিটির আহ্বায়ক ড. বনানী বিশ্বাস বলেন, “আমরা প্রথমবারের মতো এমন একটি ন্যাশনাল কনফারেন্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে যাচ্ছি। এতে আমাদের শিক্ষার্থীসহ সকলেই অনেক উচ্ছ্বসিত। এমনকি আমাদের আয়োজক কমিটি ও কলা মানবিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা অনুষ্ঠান সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাবিদ ও গবেষকদের প্রস্তাবিত প্রায় ১০০টি গবেষণা থেকে ৭১টি নির্বাচিত বিমূর্ত (অ্যাবস্ট্র্যাক্ট) উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে। রেজিস্ট্রেশন সাপেক্ষে দেশের নানা প্রান্ত থেকে গবেষণায় আগ্রহী ব্যক্তিরা এতে অংশ নেবেন।
সম্মেলনটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চারটি স্লটে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির প্রধান আহ্বায়ক কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. বনানী বিশ্বাস, সদস্য হিসেবে আছেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. এম এম শরীফুল করিম ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শামসুজ্জামান মিলকী। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম।
আ, আ/ রিফাত, শিলা