MCJ NEWS

২০২৪ সালের রক্তঝরা জুলাইয়ের কুমিল্লা অধ্যায়

২০২৪ সালের জুলাই মাস ক্যালেন্ডারে ৩১ দিন হলেও ইতিহাসে তা হয়ে গেছে ৩৬ দিনের এক রক্তাক্ত অধ্যায়। এই ‘৩৬ জুলাই’ শুধু সময় নয়, একটি আন্দোলনের নাম। একটি প্রজন্মের দ্রোহের প্রতিচ্ছবি, আর একটি জাতির জেগে ওঠার গল্প।কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরিণত হয় স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে।আন্দোলনে প্রাণ হারায় প্রায় ১৪০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আহত হন আরো হাজার হাজার মানুষ। তাদের রক্ত, সাহস ও আত্মত্যাগেই ভেঙে পড়ে এক স্বৈরশাসকের মসনদ।

২০২৪ সালের জুলাইয়ে কুমিল্লা কেমন ছিল? দেখুন সাঈদ রিফাত, কাজী ফাহমিদা ও নিলয় সরকারের ক্যামেরায়। যেখানে প্রতিটি ছবির পেছনে লুকিয়ে আছে স্লোগান, আর্তনাদ আর ইতিহাসের নতুন দিগন্ত।

শেয়ার করুন -