গত মঙ্গলবার (১লা জুলাই) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক অলাভজনক সংস্থা কেয়ারব্রিজ বাংলাদেশের উদ্যােগে
স্বাস্থ্যসচেতনামূলক ক্যাম্পেইন পরিচালন করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “সচেতন হোন চিকিৎসকের পরামর্শ নিন” স্লোগানে সপ্তাহব্যাপী এই কার্যক্রম শুরু হয়। প্রচারণার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাচিকিৎসার ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ ও সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহ দেওয়া। এসময় সেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে নিজে নিজে ওষুধ গ্রহণের ঝুঁকি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ার ক্ষতি এবং চিকিৎসা গ্রহণের উপায় নিয়ে সচেতন করে।
কেয়ারব্রিজ বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাওয়াদ-উর-রাকিন খান বলেন, “বর্তমান তরুণ সমাজ অনেক সময় দ্রুত আরাম পেতে নিজে নিজেই ওষুধ খেয়ে নেয়, যা তাদের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ভয়াবহ হতে পারে। আমরা চাই তারা যেন প্রফেশনাল চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ না করে এবং সচেতনভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীদের সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ডাক্তারের জায়গায় আমরা” নামে পডকাস্ট আয়োজন করা হয়।”
/মারুফ