বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করতে ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে অনুপ্রাণিত করা প্ল্যাটফর্মগুলোর মধ্যে TEDx অন্যতম, যার মূলমন্ত্র “Ideas worth spreading”। বৈচিত্র্যপূর্ণ গল্প ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা এই আয়োজন তরুণ সমাজের জন্য হয়ে উঠেছে এক অনন্য মানসিক অভিজ্ঞান। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে TEDxCoU2025, যার প্রতিপাদ্য “The Next Wave”—পরবর্তী সম্ভাবনার তরঙ্গ নিয়ে ভাবনার দিকনির্দেশনা। ১৯ জুলাই কুমিল্লার বার্ড ময়নামতি অডিটোরিয়ামে আয়োজিত এই ইভেন্টে ১২জন বিশিষ্ট চিন্তাবিদ তুলে ধরবেন তাঁদের পথচলা ও ভবিষ্যতের ভাবনা। প্রথম পর্বে তুলে ধরা হলো ছয়টি ভিন্ন পথের ভিন্ন ছয়জনের গল্প।
ডেভিড বার্গম্যান – অনুসন্ধানী সাংবাদিকতায় নক্ষত্র
একজন খ্যাতনামা ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক যিনি বাংলাদেশের মানবাধিকার, যুদ্ধাপরাধ ও দুর্নীতিবিরোধী সাংবাদিকতার ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর লেখনী ও অনুসন্ধান কেবল তথ্যভিত্তিকই নয় বরং নৈতিক অবস্থান থেকেও সমাজকে প্রশ্ন করতে শিখিয়েছে। ১৯৯৫ সালে “War Crimes File” নামে একটি তদন্ত রিপোর্টের জন্য তিনি সেবছরের “Best International Current Affairs Award” বিভাগে পুরষ্কার পান। টেডএক্সের মঞ্চে তাঁর উপস্থিতি তরুণ সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য হতে পারে অনুপ্রেরণার এক অনন্য উৎস।
রেদওয়ান রনি – চরকির ক্যাপ্টেন
সুড়ঙ্গ, দাগী, মনোগামী কিংবা নেটওয়ার্কের বাইরে এগুলোর সাথে যে নামটা ওতপ্রোতভাবে জড়িত তা হলো “চরকি”। এই চরকিরই প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি— দেশের অন্যতম আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মে ভিন্ন স্বাদের কনটেন্ট উপহার। সবমিলিয়ে তাঁর পথচলা একটু ভিন্নধর্মী। তার কাজ আমাদের ভাবায় গল্পগাঁথায়ও রয়েছে আলাদা শক্তি। এই শক্তিকেই তিনি যুগের সবচেয়ে প্রভাবশালী অস্ত্রে রূপ দিয়েছেন। এ-যুগের দর্শকদের কাছে তিনি শুধু একজন নির্মাতা নন, একজন অনুকরণীয় ব্যক্তিত্বও বটে।
মেজর মোঃ দেলওয়ার হোসেন (ডেল এইচ খান)– ডায়েরির পাতায় সাহসিকতা
“রোহিঙ্গা রঙ্গ” কিংবা “বাংলাদেশের বীরগাঁথা”, ইতিহাস ও রাজনীতি নিয়ে যাদের আগ্রহ তাদের কাছে এই বই দুটো পরিচিত। বইয়ের লেখক ডেল এইচ খান। সাবেক সেনা কর্মকর্তা থেকে লেখক হয়ে ওঠা মেজর দেলওয়ার হোসেন। একজন ব্যতিক্রমী চিন্তাবিদ— যিনি জীবন, নেতৃত্ব এবং স্ব-উন্নয়নের নানা দিক নিয়ে লিখেছেন। তাঁর বইগুলো তরুণদের মাঝে জাগিয়ে তোলে নেতৃত্ববোধ ও দায়িত্ববোধ। তিনি এমন একজন যিনি বাস্তব জীবনের অভিজ্ঞতাকে রূপ দিয়েছেন জ্ঞান ও প্রেরণার গল্পে। তার লেখায় পাঠকরা খুঁজে পায় শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও লক্ষ্যান্বেষী জীবনের নির্দেশনা।
জুবায়ের কাওলিন – নক্ষত্রের রাতের গল্পবলা মানুষ
আকাশ ও মহাকাশের প্রতি অদম্য টান থেকেই যিনি হয়ে উঠেছেন একজন অ্যাস্ট্রোফটোগ্রাফার। আকাশের তারা, গ্যালাক্সি আর মহাজাগতিক দৃশ্যগুলোকে যেভাবে তিনি লেন্সে ধারণ করেন, তা কেবল চমকপ্রদ নয় সাথে জাগায় বিস্ময়ও। তাঁর কাজ আমাদের ভাবায় আমরা মহাবিশ্বের কত ক্ষুদ্র এক অংশ আবার তেমনি ভাবায় এই ক্ষুদ্র আমরাই সম্ভাবনার দিক থেকেও কত বিশাল। কাওলিন আমাদের সাধারণ মানুষকে অনুধাবন করান কীভাবে একটি রাতও হতে পারে অনুপ্রেরণার মহাকাব্য।
ফারাবী হাফিজ – সংবাদপাঠের বাইরে নেতৃত্বের দিগন্তে
সংবাদ পড়তে পড়তে গলা কেঁপে উঠেছিল তাঁর, ভিজে উঠেছিল চোখ —কারণ খবরটা তিনি শুধু পড়েননি, অনুভবও করেছিলেন। সেই মুহূর্তে দর্শক দেখেছিল একজন সংবাদ পাঠকের মানবিক মুখ। তিনি ফারাবী হাফিজ—স্টার নিউজ-এর প্রধান নির্বাহী। অনলাইন সাংবাদিকতায় নতুন ধারা তৈরি, কাহিনিনির্ভর প্রতিবেদন, তরুণদের জন্য গণমাধ্যমকে সহজ করে তোলার পেছনে রয়েছে তাঁর সাহসী নেতৃত্ব। তরুণ সাংবাদিকরা তাকে দেখে শেখে কীভাবে সংবাদ কেবল তথ্য নয় বরং দায়িত্ব, সহমর্মিতা ও পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠে।
অনন্য জামান – প্রযুক্তিতে প্রগতির কাণ্ডারী
পিসি বিল্ডার বাংলাদেশ-এর প্রধান সম্পাদক অনন্য জামান এর নাম কে না শুনেছেন। প্রযুক্তি ও গেমিং কমিউনিটিতে তিনি এক পরিচিত নাম। তরুণদের জন্য কম বাজেটে উন্নতমানের প্রযুক্তি ব্যবহারের দিকনির্দেশনা দিয়ে তিনি প্রযুক্তির গণতন্ত্রায়নে দারুণ ভূমিকা রেখেছেন। অনন্যর প্ল্যাটফর্ম এখন হাজারো গেমার, স্টুডেন্ট এবং প্রফেশনালের সহায়তার জায়গা। টেডএক্সের মঞ্চে তাঁর উপস্থিতি প্রমাণ করবে— প্রযুক্তি কেবল বিলাসিতা নয় বরং জ্ঞান ও দক্ষতার বিকাশের হাতিয়ার।
কেএইচ/আমেনা ইকরা